বুধবাঅনলাইন ভিত্তিক শিলং তীর নামক জুয়া খেলার দুই এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতর (১২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত খাগড়াছড়ির রামগড়ে । দণ্ডিত দুই আসামি হচ্ছে রামগড় পৌরসভার ফেনীরকুলের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে সাইফুদ্দিন(১৮) ও গর্জনতলীর হেমন্ত কুমার নাথের ছেলে বাদল (৪৫)।
এর আগে মঙ্গলবার রাতে রামগড় বাজার এলাকা থেকে স্থানীয় ৪৩ বিজিবি’র নায়েক সুবেদার মো. নাজমুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল অনলাইন ভিত্তিক ভারতীয় শিলং তীর নামক জুয়া খেলার ওই দু এজেন্টকে আটক করে। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতে হাজির করার পর আদালত দুই আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে খাগড়াছড়ি জেলা কারাগারে প্রেরণ করেন।
অনলাইন ভিত্তিক শিলং তীর নামক জুয়া খেলার দুই এজেন্টকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
