মুফতি আবদুল হালিম বোখারীর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভায় আল্লামা
সরওয়ার কামাল আজিজী বলেন,
বোখারী তার কর্মের মাধ্যমে অসংখ্য ছাত্র ও ভক্তদের মধ্যে বেঁচে থাকবেন।
বাংলাদেশ নেজাম ইসলাম পাটির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী আরো বলেছেন, আল্লামা আবদুল হালিম বুখারি ছিলেন সমকালীন বাংলাদেশের অবিসংবাদিত মুরব্বি ও বুজর্গ ব্যক্তিত্ব। আজ ২৮ জুলাই বিকাল ৫ টায় বাংলাদেশ নেজাম ইসলাম পাটি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে মুফতি আবদুল হালিম বোখারীর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর নেজাম ইসলাম পার্টির সভাপতি মাওলানা ক্বারী ফজলুল করিম
জিহাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রব্বানীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ, এডভোকেট নিজাম উদ্দীন, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি উত্তর জেলা আমির মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আমীর শায়খুল হাদীস আল্লামা জিয়াউল হোসাইন, সমাজ কল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন
জালাল, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইনআমুল হক কুতুবী, মাওলানা জয়নাল আবেদিন কুতুবী, কৈয়গ্যাম মাদরাসার মুহতামিম আল্লামা আতাউল্লাহ আল-হুসাইনী, সৌদি আরব নেজাম ইসলাম পার্টির নেতা মাওলানা আমানুল হক আমান, দক্ষিণ জেলার
সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, উত্তর জেলা সাধারণ সম্পাদক
মাওলানা দিদারুল আলম, মাওলানা আবদুল্লাহস নিজামী, নায়েবে আমীর হাফেজ মুহাম্মদ আলম, মাওলানা জয়নাল আবেদিন কুতুবী, মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা সৈয়দ নূর মুহাম্মদ কিবরিয়া, মাওলানা ইরফান হালিম, অধ্যাপক আবু তৈয়ব চৌধুরী, ক্বারী মুবিনুল হক, ক্বারী ঈসা প্রমুখ নেতৃবৃন্দ।