Hwasong-7 হচ্ছে উত্তর কোরিয়ার তৈরি একটি আধুনিক মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল । ১৯৮০ সাল থেকেই উত্তর কোরিয়া তাদের নিজস্ব প্রযুক্তিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি ও উন্নতিকরনের চেষ্টা করতে থাকে
ফলসরূপ তারা তৈরি করে Hwasong-7 ব্যালিস্টিক মিসাইল । এর আগে তারা যা তৈরি করেছিলো তা ছিল সোভিয়েত স্কাড মিসাইল যেগুলার রেঞ্জ ছিল ৩০০-৮০০ কিঃমিঃ । এই মিসাইলটি তে সলিড ফুয়েল রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ।
১৯৯৩ সালে Hwasong-7 এর প্রথম সফল পরীক্ষা চালায় । অবশ্য এর পরেও এটি ৩বার টেস্ট করা হয় । এই Hwasong-7 আরেক নাম Rodong-1 নামে আমেরিকা , জাপান ও দক্ষিন কোরিয়ার কাছে পরিচিত । Hwasong-7 হচ্ছে উত্তর কোরিয়ার তৈরি প্রথম মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ।
Hwasong-7 এ কোন পরমানু ওয়ারহেড বহন করে না । তবে এটি নিখুত ও কার্যকর অ্যাকুরেসি 200-2000CEP মিটার । এক টেস্টে দেখা গেছে Hwasong-7 ১৬০ কিঃমিঃ উচ্চতায় উড়তে পারে । দঃ কোরিয়া ও আমেরিকার দাবী অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে এরকম ১০০০টি মিসাইল মজুদ রয়েছে ।
মূলত উত্তর কোরিয়ার এই ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরির উদ্দেশ্য হচ্ছে যাতে দক্ষিন কোরিয়ার ও জাপানে থাকা আমেরিকার সামরিক ঘাটিগুলো তে আগে থেকেই হামলা করা যায় ।
যদিও জাপানের ও দঃ কোরিয়ার ঘাটিগুলো তে PAC-3 ও THAAD এর মত আধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে । তারপরেও এই প্রতিরক্ষা সিস্টেম কতটা কার্যকর তা বোঝার উপায় নেই ।
সে যাই হোক উত্তর কোরিয়ার এই Hwasong-7 এর প্রযুক্তি নিয়ে কপি করে ইরান তৈরি Shahab-3 ব্যালিস্টিক মিসাইল এবং পাকিস্তান এর কপি করে তৈরি করেছে Hatif-5 ব্যালিস্টিক মিসাইল ।