বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস বিরোধী এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ (২৫ অগাস্ট) বৃহস্পতিবার দুপুর ১২.০০ ঘটিকার সময় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ জনাব আবু তালেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রহিম। এছাড়া বাকলিয়া থানার অপারেশন অফিসার সাজেদ কামাল, ২৩নং বিটের ইনচার্জ মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। উক্ত মত বিনিময় সভায় বিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীরা ইভটিজিং সর্ম্পকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেগুলো সর্ম্পকে অফিসার ইনচার্জ সমাধানকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং উক্ত বিষয়ে বাকলিয়া থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দেন।