১৪ ডিসেম্বর (শুক্রবার)শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাউজান উপজেলা (দক্ষিন) জোন এর পরিচালনায় সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাউজান উপজেলা (দক্ষিন) জোন এর পরিচালনায় রাউজানের ২টি কেন্দ্র গশ্চি উচ্চ বিদ্যালয় ও কদলপুর স্কুল এন্ড কলেজে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পরিক্ষা নেওয়া হয়।
দক্ষিণ রাউজানে শহিদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন।
