রীয়া বাংলা ডেস্ক: প্রাকৃতিক রাবার ও রাবার ভিত্তিক প্রথম শিল্পপণ্য মেলা উপলক্ষে এক মতবিনিময় সভা চট্টগ্রাম রাবার বোর্ডে অনুষ্ঠিত হয়েছে
আজ ৫ সেপ্টেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১১ টায় এতে রাবার শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ রাবার বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান।
তিনি বলেন আগামী ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠান। ৮ সেপ্টেম্বর ১১ টায় প্রাকৃতিক রাবার ও রাবার ভিত্তিক শিল্পপণ্য ও এর গুণগত মান নিয়ে আলোচনা। ৯ সেপ্টেম্বর ১০ টায় রাবার চাষ: আন্তর্জাতিক প্রেক্ষিত ও বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর ১২ টায় বাংলাদেশে
Single Page Three
রাবার চাষ: সমস্যা ও সম্ভাবনা। ১২ সেপ্টেম্বর ১১ টায় টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে রাবার চাষের ভূমিকা। ১৩ সেপ্টেম্বর রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা। ১৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মেলা নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিতব্য মেলা উন্ম্ক্ত থাকবে সকলের জন্য। বাংলাদেশ রাবার বোর্ড এ মেলার আয়োজন করছে।
সৈয়দা সারওয়ার জাহান, মেলায় প্রাকৃতিক রাবার চাষের সঙ্গে সম্পৃক্ত স্টেকহোল্ডারগণ এবং রাবারভিত্তিক শিল্প প্রতিষ্ঠানসমূহ অংশগ্রগণ করবে। মেলায় নানা আকর্ষণের মধ্যে থাকবে- সেমিনার, কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, রাবার চাষ ও শিল্পপণ্য ভিত্তিক ভিডিও প্রদর্শন এবং শিল্পপণ্যের সমাহার।
এ বিষয়ে বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান আরো জানান, দেশে প্রথমবারের মত রাবার মেলা হতে যাচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে রাবার পণ্যের পরিচিতি, প্রয়োজনীয়তাসহ নানা বিষয়ে আকৃষ্ট করার চেষ্টা করব। মেলায় ৫০টি স্টল থাকবে। আশা করি, সবার সরব অংশগ্রহণে মেলা সফল হবে।
তিনি আরো জানান, প্রাকৃতিক রাবারের বহুবিধ ব্যবহার বিশ্বজুড়ে স্বীকৃত। শিল্প কারখানা, যোগাযোগ ব্যবস্থার নির্মাণ সামগ্রী, রাস্তার কার্পেটিং, বিমান, বাস, ট্রাক, প্রাইভেট কার, বেবি ট্যাক্সি, মোটর সাইকেল, রিক্শা, বাইসাইকেলের টায়ার-টিউব, চপ্পল, হোস পাইপ, রাবার সোল, বাকেট, গ্যাসকেট, অয়েলসিল, পাট ও বস্ত্রশিল্পের বিভিন্ন উপকরণ, ফোমম্যাট্রেস, ব্যাটারির বক্স, স্প্রিং, বেলন, গরম পানির বোতল, সীল, কনডম, রান্নার সামগ্রী, ওয়েটস্যুট, কনভেয়র বেল্ট, প্যাড, বাম্পার, রাবার ম্যাট, পিচ্ছিলরোধী ফ্লোর ম্যাট, নৌকার ম্যাট, সার্জিক্যাল গোভ, বিভিন্ন চিকিৎসা সামগ্রী, প্যাসিফায়ার, খেলনা ইত্যাদি রাবার থেকে তৈরি হয়। রাবার থেকে হাজার হাজার দ্রব্যসামগ্রীও উৎপাদিত হয়।
ইতোপূর্বে রাবার কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে বিএফআইডিসি শিল্প ইউনিটগুলোতে ট্রিটমেন্ট ও সিজনিং করে বিভিন্ন ধরনের উন্নতমানের আসবাবপত্র, যেমন সোফাসেট, খাট, দরজা-জানালা, ডাইনিং টেবিল, চেয়ার ইত্যাদি তৈরি করে দেশে বিদেশে রফতানি করা হচ্ছে। ট্রিটমেন্ট ও সিজনিং করা রাবার কাঠের গুণগতমান সেগুনকাঠের সমপর্যায়ের যা অতিশয় টেকসই ও সুন্দর।
প্রসঙ্গত, বাংলাদেশ রাবার বোর্ড আইন, ২০১৩ (২০১৩ সালের ১৯ নং আইন) অনুযায়ী ২০১৩ সালের ৫ মে বাংলাদেশ রাবার বোর্ড প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালের ৩০ এপ্রিল থেকে আলাদা দপ্তর হিসেবে বাংলাদেশ রাবার বোর্ডের কার্যক্রম শুরু হয়।