বাবা
বাবা বসতেন চেয়ারটাতে
সকাল, দুপুর সন্ধা, রাতে
চায়ের কাপে চুমুক
আর খবরের কাগজ হাতে।
চশমাটা আজও অক্ষত
ছড়িটা রেখেছি যতনে,
তোমার শাসন বারণ
হাসিমাখা মুখ ভাবি আনমনে।
তুমি ছিলে বটবৃক্ষ
মাথার উপর ছায়া,
তোমার মতো এমন করে
কেউ করে না মায়া।
জায়নামাজে তোমার ছোঁয়া
কাপড়ের ভাঁজে ভাঁজে,
বাবা তোমায় খুঁজে ফিরি
সকাল বিকেল সাঁঝে।
দোয়া করি, প্রভু ও গো
ক্ষমা করো, জান্নাত করো দান,
ওহে খালিক, ওহে মালিক,
ওহে রহিম, রহমান।
কবিতাটি লেখার তারিখঃ ২৭/০৯/২০২২ইং