কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কবিতা
তোমার নীরবতাকে নিয়েই
আমার যত সংশয়
অড়ষ্ট থাকি
অযাচিত হিম শীতল
বরফাচ্ছাদিত আমার ভুবন।
ঘন মেঘে আচ্ছন্ন হয়
আমার আকাশ
বাতাসের গন্ধ যায় থেমে।
বুক ভরে নিশ্বাস হয় না নেয়া।
থমকে যায় আমার পথ চলা।
ঝড়ের আগমনী আমাকে
দিশেহারা করে
আছড়ে পরা সাগরের ঢেউ
পাড় ভাঙে বিলাসী স্বপ্নের
লণ্ডভণ্ড হবার ভয়
আমার স্বপ্ন ভাঙার ভয়
তোমাকে না পাওয়া
কষ্টের ভয়
থেকেই সংশয়।
৫ই অক্টোবর ২০২২ইং