বিশ্বঅলি শাহানশাহ হযরত শাহসূফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ( ক:) র’
মহান ২৬ শে আশ্বিন , ১১ ই অক্টোবর,মঙ্গলবার ২০২২ বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ওমান ১ নং শাখা মিসফা ‘র ব্যবস্হাপনায়
সালতানাত অফ ওমানে অবস্হিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব, মেজর জেনারেল আমিন আহমেদ চৌধূরী হলে মাইজভান্ডারী দর্শন শীর্ষক এক সেমিবার গত ২৩ শে সেম্টেম্বর, শুক্রবার, ২০২২ বাদে মাগরিব হতে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ওমানের সাংগঠনিক সমন্বয়ক কাজী রুস্তম আলী সাহেবের সভাপতিত্বে অনুস্টিত হয়।
সেমিনারের বিষয় ছিল “মাইজভান্ডারী ত্বরিকতের চর্চায় আখেরাতের শান্তি ও পরকালের মুক্তি” ।
উক্ত অনুস্টানে প্রধান অতিথী ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হক।
বিশেষ অতিথী ছিলেন গালফ এক্সচেঞ্জ সি, ইউ, ইফতেহারুল হাসান চৌধূরী, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য আলহাজ্ব সিরাজুল হক, আহবায়ক হাজী মুজিবুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ওমান ১নং শাখা মিসফার ধর্মীয় সম্পাদক মাওলানা এম নওশাদুল হক মাইজভান্ডারী।
এতে অতিথী ও অন্যান্যাদের মাঝে আরো উপস্হিত ছিলেন জনাব জাহাঙ্গীর কোম্পানি, মোহাম্মদ শাহাদাত, মাওলানা আবদুল আজিজ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রফিক, সমাজসেবক মোহাম্মদ আবদুস সালাম,মোহাম্মদ মহিউদ্দিন, তৌহিদুল আলম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রুবেল, সেলিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ মিঠু, মোহাম্মদ শাহরিয়ার,জামাল উদ্দিন, তৌহিদ উদ্দিন, মরমী শিল্পী মোহাম্মদ আবদুল কুদ্দুস, মোহাম্মদ শফি সহ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ওমান এর সমন্বয়কারী, ওমানের বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তা সদস্যবৃন্দ ও ওমানের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দদয়।
পরিশেষে সেমা মাহফিল পরিবেশন করেন জনাব ছদর মিয়া প্রমুখ।