জামার উদ্দিনঃএকসময় যাকে মানুষ সম্মান জানাতে কুণ্ঠিত হয় আবার কালের কপোলতলে তাকেই পুষ্পমাল্যে ভূষিত করে। এটাই বোধহয় কালের মহাকালের রহস্যময় খেলা।
মানুষের জীবন স্বপ্নময়। বলা হয়ে থাকে মানুষ তার স্বপ্নের সমান বড়। এ স্বপ্নের আকাশ তৈরি হয় তার ভাবনা-কল্পনাকে ঘিরে। আকাশের নীলিমায় উড়তে থাকে মনের স্বপ্নগুলো। সুন্দর স্বপ্ন মনোলোকের চেতনাকে জাগরিত করে। প্রাণিত করে। জীবনকে আনন্দময় করে তোলে। জীবন অনেক সুন্দর। প্রাণময়। উচ্ছ্বাসে ভরপুর। উদ্যমের অপর নাম সাহসী পদক্ষেপ। জীবনকে গতিশীলতায় ভরিয়ে তোলে সুন্দর কল্পলোকের অনুভূতি। প্রতিটি মানুষের ভেতর আরেকটি মানুষ থাকে। যা তাকে পরিচালিত করে সামনের দিকে। তাকে বাহ্যিকভাবে দেখা যায় না। ছোঁয়া যায় না। অনেক সময় একজন মানুষ আমাদের সামনে থাকলেও মনে হয় যেন কাছে নেই। অন্য কোথাও। তার ভাবনাগুলো তাকে স্বপ্নের জগতে তাড়িয়ে বেড়ায়। এক নিমেষে পৃথিবীর নানা প্রান্তে বিচরণ করে আবার ফিরে আসে আপন ঘরে। মানুষের গতি অতি প্রবল। কোনো বিজ্ঞানের আবিষ্কার এ সীমাহীন গতির সাথে পাল্লা দেয়ার ক্ষমতা রাখে না। গতিময় জীবনে মানুষের সৃষ্টিশীল কর্মগুলো স্বপ্নের উজ্জ্বল নিদর্শন বয়ে বেড়ায়। শিল্পকর্মের অমর স্মৃতি মানুষের হৃদয়কে আন্দোলিত করে। প্রাণময় করে তোলে। প্রেরণা জোগায় যুগ যুগ ধরে।
জীবনের এ অন্তহীন যাত্রা শুধু নিজের তরে নয়। সাহসী মানুষেরা অপরের কল্যাণে এগিয়ে আসে। কোনো বাধার প্রাচীর তাদের গতি রোধ করতে পারে না। মানুষের স্বাধীনতা, সাম্য, অধিকার আদায়ের সংগ্রামে অবিচল। ইস্পাত কঠিন পাথরের মতো অনড়। কারার লৌহকপাট কিংবা মৃত্যুর হাতছানিতে ভীত নয় তাদের অন্তর। মানুষের মুখে হাসি ফোটানোর নেশাই তাদের প্রবল। সত্য সুন্দরের প্রেমিক কবিদের জীবনেও এর ব্যত্যয় ঘটেনি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে কলম ধরতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি। হাসিমুখে কারাবরণেও দ্বিধান্বিত হননি। মানুষের মুক্তিই ছিল তার লক্ষ্য। সাম্যের বাণী তিনি উচ্চকিত করেন বলিষ্ঠ কণ্ঠে। পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের অন্তরে তিনি অমর। তার এই সাহসী উচ্চারণ মানুষের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেয়। পরাধীনতার নাগপাশ ছিন্ন করার শক্তি সাহস জোগায়। বিদ্রোহী কবির এই প্রতিবাদ ছিল সব অন্যায় অবিচারের বিরুদ্ধে। সত্য সুন্দরের পক্ষে। অসাম্যের সব বেড়াজাল ছিন্ন করার দৃঢ়প্রত্যয়ে কবি ছিলেন দীপ্যমান। হৃদয়ের গভীরে সুপ্ত নৈতিক মানদণ্ডে তিনি ছিলেন মহীয়ান। আজো নৈতিকতার শক্তি অপরাজেয়। সাময়িকভাবে এর ধারকরা স্তিমিত হলেও নীতির কোনো পরাজয় নেই। সত্যের মৃত্যু নেই। সত্যের চেতনা চিরন্তন, চিরঞ্জীব। মানবিক চিন্তক, কলামিস্ট।
মানুষের জীবন স্বপ্নময়
