দেশে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে
জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর উদ্যোগে নগরীর নিউমার্কেটস্থ দোস্তবিল্ডিং চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
অদ্য ০৬/০১০/২০২২ ইং বিকাল ৩ ঘটিকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে জাতীয় রিক্সাভ্যান শ্রমিক লীগ, চট্টগ্রাম মহানগরের সভাপতি স্বপন বিশ্বাস ও কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভাশেষে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে এসে সমাপ্তি করেন। উক্ত প্রতিবাদ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান কর্মচারী শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শেখ নওশেদ সরোয়ার পিল্টু। সভায় চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের সিনিয়র নের্তৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম পৌর জহুর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আবু আহামদ, কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ওসমান গণি, বাংলাদেশ অটোরিকশা (সিএনজি) অটোটেম্পু শ্রমিকলীগ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ কালিম শেখ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী শ্রমিক ইউনিয়নের জনপ্রিয় শ্রমিকনেতা ইকবাল হোসেন দুলাল, চট্টগ্রাম মহানগর হোটেল রেস্টুরেন্ট শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জাবেদুল আলম জাবেদ, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, ডিজিটাল বাংলাদেশ অান্তর্জাতিক পাবলিসিটি কাউন্সিলের সভাপতি স ম জিয়া, আন্তর্জাতিক ডিজিটাল বাংলাদেশ মানবাধিকার সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাসান মুরাদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সহ-সভাপতি গোলাম আকবর ও উপদেষ্টা জামাল উদ্দিন, চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুদ্দীন, হালিশহর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ,জাতীয় শ্রমিকলীগ সাগরিকা শিল্পাঞ্চলের সভাপতি মোহাম্মদ ইউসুফ মোল্লা ও সাধারণ সম্পাদক যীশু দাস, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের মহিলা নেত্রী ডলী রাণী শীল, জাকিয়া বেগম, রোকেয়া বেগম, আয়েশা বেগম মৌসুমী চৌধুরী, তাহেরা বেগম, বানু আক্তার, বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব, হুমায়ুন কবির, আবদুল হালিম আদু, মোহাম্মদ নাসিম, আক্তার উদ্দিন, মোহাম্মদ আবু সায়েম মোহাম্মদ রুবেল প্রমূখ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, আজ দেশে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি চলমান আছেন বলে বিশ্ব ফোরামে এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম সমাদৃত, সুশাসনের রোল মডেল এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের সারিতে। দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হল রাজনৈতিক স্থিতিশীলতা। আজ বিএনপি-জামাতী চক্র স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত এবং দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস আর নৈরাজ্য সৃষ্টি করে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে চলছে এবং সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আজ তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং হুমকি দিচ্ছে। যাহা গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর। চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের নেতা-কর্মীরা গণতন্ত্র ও সংবিধান অনুযায়ী নির্বাচিত জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিএনপি-জামাতের যে কোন চক্রান্ত এবং বিরোধী দলের সকল ধরণের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকার/ ব্যক্ত করেন এবং নের্তৃবৃন্দ সর্বস্তরের শ্রমিক সমাজকে রাজপথে থাকার আহ্বান জানান।