চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি–বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহষ্পতিবার দুপুরে(০৬ অক্টোবর, ২০২২) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১২টার দিকে সভা শুরু হয়। সভার শুরুতে প্রয়াত সাংবাদিকসহ বিশিষ্টজনদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করেন সিইউজে সদস্যরা। এরপর সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন সদস্যদের সামনে তুলে ধরেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। ২০২০–২১ সালের আয়–ব্যয়ের হিসাব প্রতিবেদন আকারে পেশ করেন সংগঠনের অর্থ সম্পাদক কাশেম শাহ।
পরে প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী,চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের যুগ্ম সম্পাদক মহসীন কাজী, নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, সাংবাদিক কাজী আবুল মনসুর, মাঈনুদ্দিন দুলাল, শহীদুল্লাহ শাহরিয়ার, আলমগীর সবুজ, আহমেদ কুতুব ও আরিচ আহমেদ শাহ।
সভায় এ ছাড়াও সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের ইউনিট প্রধান স ম ইব্রাহিম, দৈনিক কর্ণফুলীর ইউনিট প্রধান মুজাহিদুল ইসলাম, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন