আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই শ্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসটি উপলক্ষে সেন্টার ফর ডিসএ্যাবলস কনসার্ন- সিডিসির আয়োজনে ও সিবিএম ও সিডিডির সহযোগিতায় এ দিবস পালিত হয়।
আজ ১৩ অক্টোবর বৃহস্পতিবার সিডিসির নির্বাহী পরিচালক নাসিমা বানুর সভাপতিত্বে ও প্রধান অতিথি কাউন্সিল আন্জুমান আরা (সংরক্ষিত -৫) ১৪,১৫,১৬ নং ওয়ার্ড। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কার্যালয়ে বেলা ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়।
র্যালি উদ্ভোধনের মাধ্যমে দিবসের অনুষ্ঠানের সূচী শুরু করা হয়।
র্যালিটি ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কার্যালয় হতে কাজির দেউরি ঘুরে আবার ওয়ার্ড কার্যালয়ে এসে শেষ হয়।র্যালিতে অংশ গ্রহন করেন প্রতিবন্ধী ব্যক্তিরা,ফায়ার সার্ভিস,বিএনসিসি,সাংবাদিক, বেসরকারি প্রতিষ্ঠান স্কুল,কলেজ,এলাকার ভলন্টিয়ার ,সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপন হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। আগাম সতর্কবার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার পূর্বেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দরা।