মাসুদুল ইসলাম মাসুদ, ফটিকছড়ি প্রতিনিধি।
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন।
ফটিকছড়িতে সদস্য পদ নিয়ে হবে হাড্ডাহাড্ডির লড়াই।
আগামী ১৭ অক্টোবর রোজ সোমবার চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন নিয়ে সর্বত্র চলছে নানা জল্পনা কল্পনা।
পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের ত্যাগী ও সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা ও বর্তমান উত্তর জেলা আওয়ামী লীগের
সহ সভাপতি জনাব এ টি এম পিয়ারুল ইসলাম সাহেব।
এতে ফটিকছড়ি রাজনীতির সকল বিভাজন ভেঙ্গে তৈরী হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। এই পরিবেশে নতুন মাত্রা যোগ হয়েছে জেলা পরিষদের ফটিকছড়ি হতে সদস্য নির্বাচন নিয়ে। দুজন হেভী ওয়েট পুরুষ প্রার্থী সহ রয়েছে সংরক্ষিত আসনে তিনজন মহিলা প্রার্থী।
সাবেক জেলা পরিষদ সদস্য, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও মালেশীয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৃত ডক্টর হাসান মাহমুদ এর ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য আকতার মাহমুদ পারভেজ ও তরুণ আওয়ামী লীগ নেতা, সাবেক ছাত্রলীগের ত্যাগী ও পরিছন্ন ছাত্র নেতা ও বর্তমান ফটিকছড়ি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আতাউল্লাহ চৌধুরী লিটন।
পারভেজ অটোরিকশা ও লিটন চৌধুরী টিউবওয়েল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফটিকছড়ির ভোটার ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে কথা বলে জানা যায় এবার সদস্য পদে পুরুষ পদে খুব লড়াই হবে। তবে কে কাকে ভোট দিবে এই বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। সকল চেয়ারম্যানরা রয়েছে স্নায়ু চাপে। জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ফটিকছড়ির হলেও এই বিষয়ে তিনি কোনো কথা বলতে নারাজ। ভোট যদিও বা স্থানীয় চেয়ারম্যান মেম্বার রা দিবে তারপরও নেতা কর্মীদের মধ্যে বিরাজ করেছে নানা জল্পনা কল্পনা। কোন নেতা কাকে সাপোর্ট করতেছে, কে কাকে ভোট দিতে বলতেছে এই নিয়ে চলছে নানা গুঞ্জন। আগামী সোমবার সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত উপজেলায় চলবে এই ভোট কার্যক্রম। ইভিএম পদ্ধতিতে চলবে ভোটার কার্যক্রম। যুক্ত হবে সি সি টিভি ক্যামরা। প্রশাসন থাকবে কঠোর। এই নিয়ে ইতিমধ্যে ফটিকছড়ি সহ সকল উপজেলায় ভোট গ্রহণ প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই দিকে থেমে নেই প্রার্থীদের ভোটারদের সাথে যোগাযোগ। প্রার্থীগণ ভোট তাদের পক্ষে আদায় করতে নিচ্ছে নানা কৌশল। ফটিকছড়ি বাসীও থাকিয়ে আছে আগামী সোমবার বিকেল পর্যন্ত। কে হচ্ছে ফটিকছড়ি হতে নতুন জেলা পরিষদ সদস্য।