হযরত খাজা ছৈয়দ আশরাফ শাহ বলখী ( রহ:) এর প্রধান খলিফা হযরত ছৈয়দ আবু শাহ ( রহ:) এর আওলাদ ও মাজার, মসজিদের প্রাক্তন মতেয়াল্লী হযরত শাহসূফি মাওলানা আবদুল জলীল শাহ ( রহ:) এর ৩২ তম বার্ষিক ওরশ শরীফ এবং আশরাফ শাহ, আবু শাহ ও জলীলিয়া হেফজখানা ও এতিমখানার বার্ষিক দস্তারবন্দী ও পুরস্কার বিতরণী অনুস্টান আগামী ২৩ অক্টোবর, ২০২২ রবিবার বিভিন্ন কর্মসূচি পালনের দ্বারা রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর শাহে আশরাফীয়া দরবার শরীফে অনুস্টিত হবে।
উক্ত অনুস্টানে সকলকে যথাসময়ে উপস্হিত হওয়ার জন্য শাহজাদা আলহাজ্ব মাওলানা তৈয়ব শাহ আশরাফী বিনীত অনুরোধ জানিয়েছেন।