পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়েজিদ বোস্তামীস্হ তারা গেইট পশ্চিম মহল্লা কমিটির উদ্যাগে হযরত খাজা আবু আলী সিন্দী শাহা মাজারে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
গতকাল জুমাবার (২১ অক্টোবর) দিনব্যাপী এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানকায়ে চিশতিয়া আলীয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি পীরে তরিকত শাহ সূফী মাওলানা আলহাজ্ব মোহাম্মদ শহিদ উল্ল্যাহ চিশতী, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুজিব উল্ল্যাহ তুষার।
মহল্লার কমিটির সভাপতি মো. আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহল্লা কমিটির সহ সভাপতি মোহাম্মদ বাবুল,অর্থ সম্পাদক মো.রবিউল ইসলাম,মোহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা আব্দুল হান্নান, মো.আলি,এমদাদ প্রমুখ।
আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শাহ সূফী হযরত মাওলানা আলহাজ্ব মোহাম্মদ শহিদ উল্ল্যাহ চিশতী।