ভাগ্যক্রমে বেঁচে গেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
গতকাল (৩ নভেম্বর) বৃহস্পতিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরানের নেতৃত্বাধীন লংমার্চে গুলির ঘটনা ঘটে। এতে তার পায়ে গুলি লাগে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের একটি হাসপাতালে নেওয়া হয়।
ইমরান প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর স্বাস্থ্যবিষয়ক সহকারীর দায়িত্ব পালন করেছিলেন চিকিৎসক ফয়সাল সুলতান। তাঁর বরাত দিয়ে ডন বলছে, পিটিআই চেয়ারম্যানের ডান পায়ে গুলি লেগেছে, তাঁর অবস্থা স্থিতিশীল আছে।