সালমান খানের সুপারহিট সিনেমা বাজরাঙ্গি ভাইজান সিনেমায় মুন্নির ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী হরশালী মালহোত্রা। আজকেও তিনি নেট পাড়ায় তুমুল ভাবে আলোচিত তার এই চরিত্রের জন্য। মাত্র ৭ বছর বয়সে মুন্নী চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন তিনি। মুন্নী চরিত্রে তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে সালমান খানের থেকেও এই ছবির জন্য তাকে বেশি মানুষ চিনে থাকে।
বর্তমানে ২০২২ সালে তিনি ১৪ বছর বয়সী হয়েছেন। তবে এখন আপনি তাকে দেখলে একেবারেই চিনতে পারবেন না। এই সাত বছরে কিন্তু মুন্নির লুক একেবারেই পাল্টে গিয়েছে এবং এই মুহূর্তে তিনি তার নতুন আবেদনময়ী রূপের জন্য দারুন প্রশংসাও কুড়িয়েছেন সকলের কাছ থেকে। দেখতে তিনি এখনো সেরকমই মিষ্টি কিন্তু, আগের থেকে তার রূপের অনেক আবেদন বেড়েছে।