দক্ষিণ শুকছড়ি চিশতীয়া আলীয়া দরবার শরীফের সুযোগ্য খলীফা সুলতানুল মুতওয়াক্কেলীন হযরত শাহসূফি গাজী কামাল উদ্দিন শাহ চিশতীয়া নেজামী ( রহ:) প্রকাশ খারু ফকির এর ৪২ তম বার্ষিক ওরশ মাহফিল আগামী ১৪ নভেম্বর ২০২২, ২৯ কার্তিক সোমবার বিভিন্ন কর্মসূচি পালনের দ্বারা পটিয়া উপজেলার লালারখীলের খরনা গ্রামের কামালিয়া দরবার শরীফে অনুস্টিত হবে।
ওরশ এর কর্মসূচিতে রয়েছে
খতমে পাক কোরআন, রওজা শরীফ গোছল, পুস্প ও গিলাপ পরিবেশন, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ, মিলাদুন্নবী ( সা:) ও শানে বেলায়ত মাহফিল, জিকির আজকাট ও সামা মাহফিল, বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য মোনাজাত ও তবরুক বিবরণ।
উক্ত ওরশ শরীফে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন চিশতী সকল ভক্ত, আশেকান ও সংশ্লিস্টদের যথাসময়ে উপস্হিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।