দক্ষিণ শুকছড়ি চিশতীয়া আলীয়া দরবার শরীফের সুযোগ্য খলীফা সুলতানুল মুতওয়াক্কেলীন হযরত শাহসূফি গাজী কামাল উদ্দিন শাহ চিশতীয়া নেজামী ( রহ:) প্রকাশ খারু ফকির এর ৪২ তম বার্ষিক ওরশ মাহফিল গত ১৪ নভেম্বর ২০২২, ২৯ কার্তিক সোমবার বিভিন্ন কর্মসূচি পালনের দ্বারা পটিয়া উপজেলার লালারখীলের খরনা গ্রামের কামালিয়া দরবার শরীফে সম্মানিত সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ নেজাম উদ্দীন চিশতী মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুস্টিত হয়।
ওরশ এর কর্মসূচিতে ছিল
খতমে পাক কোরআন, রওজা শরীফ গোছল, পুস্প ও গিলাপ পরিবেশন, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ, মিলাদুন্নবী ( সা:) ও শানে বেলায়ত মাহফিল, জিকির আজকাট ও সামা মাহফিল, বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য মোনাজাত ও তবরুক বিবরণ।
অনুস্টানে প্রধান অথিথী ছিলেন পটিয়া নলান্ধা আলী নেওয়াজ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ আহমদ ছফা গরিবী (মাঃজিঃআঃ)। আরো উপস্থিত ছিলেন নলান্ধা ছৈয়দ ভান্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা মোহাম্মদ এনায়েতুর রহমান মাইজভান্ডারী (মাঃজিঃআঃ)।
মাহফিল প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ দোহাজারি জামির জুরি রজভীয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আহমদ হোছাইন আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন আহলা দরবার শরীফে আছাদিয়া নুরীয়া সেহাবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহ-সুপার মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম আল কাদেরী।
বিশেষ অথিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন পেকুয়া নুরী ভান্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা মোহাম্মদ নুরুজ্জমান নুরী আল মাইজভান্ডারী (মাঃজিঃআঃ), চন্দনাইশ রহমানিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ গোলাম রসুল (মাঃজিঃআঃ), লেখক ও সংগঠক নুর মোহাম্মদ।
শায়েরে মাওলানা মোহাম্মদ মাসুদ পারভেজ মাইজভান্ডারী , মোহাম্মদ আবদুল খালেক, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, বেলাল হোসেন আমীরি প্রমুখ।