চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সভা অনুষ্ঠিত।
চট্টগ্রাম চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ নভেম্বর (শনিবার) সকাল ১০ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বক্তব্য রাখেন জেলা পিপি শেখ ইফতেখার সাইমুন, অতি. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা: ফরিদা ইয়াসমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খোন্দকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম, সিনিঃ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ বেলাল হোছাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিসেস জিহান সানজিদা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোঃ জোনাইদ, জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াছমিন, ম্যাজিস্ট্রেট আইরিন পারভিন, ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোঃ নোমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাসেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন, পিবিআই চট্টগ্রাম পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৭ মোঃ ইকবাল, এ.এস.পি (চট্টগ্রাম জেলা ও মেট্রো) আখতারুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক মুকুল জ্যাতি চাকমা, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ে জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।
চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এই সময় চট্টগ্রাম চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটে কামরুন নাহার রুমী ওসিদের অনুরোধ জানিয়ে বলেন, আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন তাই বিভিন্ন সমস্যার মুখামখি হতে হয়। কাউকে খুশি বা অনুরোধে অপরাধীকে ছেড়ে দিবেন না নিরাপরাধ ব্যক্তিকে চার্জশিট ভুক্ত করবেন না। তদন্ত সরলরেখায় চলে না। ডানে বায়ে দেখে তদন্ত করবেন। মামলা সঠিক দ্বারা এন্ট্রি করবেন পরবর্তীতে ধারায় যেন পরিবর্তন না হয়। এখন অনেক আইন হয়েছে, কোন আইনে কোন মামলা নিবেন বা নিতে হবে জ্ঞান প্রয়োগ করবেন এবং নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকবেন।
তিনি আরো বলেন, ২০২২ সাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, ২৩ সালে জাতীয় নির্বাচন, তখন দেশে কঠিন সময় আসতে পারে। অপনারা সঠিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।