হযরত অছিউল্লাহ শাহ’র (রহ.) ৫১তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান নূরানী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ নভেম্বর শনিবার দেওয়ানহাট ওভারব্রীজের নীচে মাজার বাড়ী ময়দানে
উক্ত বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপি কর্মসূচিতে ছিল আজ সকাল ১০ টা হতে ভক্তদের মাঝে তবারুক বিতরণ, দুপুর ২টা হতে এলাকাবাসীর মাঝে তবারুক বিতরণ, বিকাল ৪ টায় এলাকার দু:স্থদের মাঝে তবারুক বিতরণ।
আগামী কাল ২য় দিন রবিবার সকাল ৭ টা হতে খতমে কোরআন শরীফ, সকাল ৮ টা হতে দরুদে নারীয়া শরীফ, সকাল ৯ টা হতে খতমে তাহলিল শরীফ, সকাল ১১ টায় মাজরে মাল্যদান, বাদে জোহর মাজার শরীফে খতমে কোরান শরীফ, বাদে আছর হতে খতমে গাউছিয়া শরীফ, বাদে এশা তে মিলাদমাহফিল ও রাত ১২ টা ১৫ মিনিটে আখেরী মুনাজাত এবং মাহফিলে তবারুক বিতরণ।
হযরত অছিউল্লাহ শাহ’র (রহ.) এর উত্তরসূরী ও নাতি অছি উল্লাহ শাহ (রহ:) দু:স্থ আর্তমানবতা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বার্ষিক ওরশ শরীফ পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোহাম্মদ পীর আলী প্রকাশ পোয়া ফকির সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।