বুড়িশ্চরে হযরত কবির আহমদ শাহ’র ওরশ ২২ নভেম্বর
অলিয়ে কামেল হযরত শাহসূফি সৈয়দ ছালেহ আহমদ শাহ মাইজভান্ডারী ( ক:) এর একমাত্র শাহজাদা হযরত সৈয়দ কবির আহমদ শাহ মাইজভান্ডারী (রহ:) এর
নবম বার্ষিক ওরশ শরীফ আগামী ৭ অগ্রহায়ণ, ২২ নভেম্বর মঙ্গলবার ২০২২ হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মীরপাড়ায় ছালে ভান্ডার দরবার শরীফে বিভিন্ন কর্মসূচি পালনের দ্বারা অনুস্টিত হবে।
এতে কর্মসূচি রয়েছে ৬ অগ্রহায়ণ ২১ নভেম্বর গোছল শরীফ, ৭ অগ্রহায়ণ ২২ নভেম্বর খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, জিকিরে ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।
উক্ত ওরশ শরীফে সকল ভক্ত, আশেকান ও সংশ্লিস্টদের যথাসময়ে উপস্হিত হওয়ার জন্য শাহজাদা সৈয়দ আবু ছালেহ মাইজভান্ডারী আন্তরিক অনুরোধ জানিয়েছেন।