আজ ১৬ই ডিসেম্বর ১৮ইং রবিবার সকাল ১০টায় মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে রাউজান কদলপুরস্থ অরাজনৈতিক ছাত্রসংগঠন কদলপুর স্কুল এন্ড কলেজ ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে আনন্দ মিছিলে ও শোভাযাত্রার আযোজন করা হয়। আনন্দ মিছিলে ও শোভাযাত্রা শেষে শহীদ মিনারে ফুলপ্রদানসহ নানা অনুষ্টান পালন শেষে এক আলোচনা সভার আযোজন করা হয়। সংগঠনের সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিজয় দিবসের উপর বক্তব্য রাখেন মুহাম্মদ সাহেদ, সাকিব শাহ্, মুহাম্মদ রিটন, আলমগীর শাহ্, সীমান্ত আচার্য্য, হাসান, জাবেদ, তৈয়ব, হানিফ, শ্রানণ, ইব্রাহিম, খোকন, পাভেল, মহসিন, সজীব প্রমুখ।
রাউজান কদলপুর স্কুল এন্ড কলেজ ছাত্রকল্যাণ সংসদের বিজয় দিবস পালন।
