গাউজুল আজম হযরত সৈয়দ মীর মহিউদ্দিন আবদুল কাদের জিলানী ( ক:) ‘র স্মরণে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে সূফিকথা’র ব্যবস্হাপনায় মিলাদ ও দাওয়াত মাহফিল গত ২৬ নভেম্বর শনিবার ২০২২ বাদে মাগরিব হতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এর পূর্ব কচুখাইন গ্রামে কদ্লপুর শাহে আশরাফীয়া দরবার শরীফের শাহজাদা আলহাজ্ব মাওলানা তৈয়ব শাহ আল আশরাফীর সভাপতিত্বে অনুস্টিত হয়।
অনুস্টানে প্রধান অতিথী ছিলেন ঐতিহ্যবাহী চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফ এর শাহজাদা সৈয়দ রহমান মিয়া আল হারবাংগীরি আল মাইজভান্ডারী ( ম: জি : আ:)।
বিশেষ অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন সমাজসেবক কাজী মাওলানা মোহাম্মদ হাসান, শাহজাদা মোহাম্মদ ছালেহ আহমদ, বোয়ালখালী প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক আল সিরাজ ভান্ডারী, জমিয়াতুল ফালহ মসজিদ কমিটির কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব মোহাম্মদ জামাল চৌধূরী, ওসি হুমায়ন কবির, লেখক নুর মোহাম্মদ, মোহাম্মদ নাজিম উদ্দিন, ডা: সুপন বিশ্বাস, শায়ের বুরহান উদ্দিন মাইজভান্ডারী, সমাজসেবক মফিজ উদ্দিন, সংগঠক মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ এসকান্দর হোসেন ভান্ডারী, জামাল উদ্দিন, আবু তালেব, সৈয়দ মোহাম্মদ আরাফাত, বেলাল হোসেন আমীরি, মরমী শিল্পী মোহাম্মদ মুসলিম ভান্ডারী, মোহাম্মদ আজাদ, বদিউল আলম, মেহাম্মদ মোরশেদ , নুরুল আলম ইয়াছিন, মোহাম্মদ সাকিব প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, বড়পীর হযরত আবদুল কাদের জিলানী( ক:) এমন এক মহান সত্তা যিনি ইসলাম প্রচার, মানবসেবা, শিক্ষাবিস্তার, আওলিয়াকেরাম ও সাধারণ মানুষের আধ্বাত্মিক সমৃদ্বিদান ও উছিলার অন্যতম শ্রেস্ট ব্যক্তিত্ব। পৃথিবীর বিভিন্ন দেশে তাহার স্মরণে অনেক প্রতিস্টান প্রতিস্টিত হয়েছে।