পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও হযরত মাওলানা সৈয়দ আমিনুল হক হারবাংগীরি স্মরণে মিলাদ মাহফিল, জিকিরে ছেমা মাহফিল ও ফাতেহা শরীফ গত ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ গ্রামের নাজেরাপাড়ায় হাজী খলিলুর রহমানের বাড়ীতে সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ আলীর ব্যবস্হাপনায় বাদে এশা থেকে অনুস্টিত হয়।
এতে প্রধান অতিথী ছিলেন চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফের পীরজাদা শাহসৃফি মাওলানা ছৈয়দ মোহাম্মদ মিঞা শাহ আল হারবাংগীরি ( ম: জি: আ:)
বিশেষ অতিথী ছিলেন আওলাদে গাউছে হারবাংগীরি শাহজাদা সৈয়দ রহমান মিয়া আল হারবাংগীরি আল মাইজভান্ডারী।
অতিথী ও অন্যান্যাদের মাঝে আরো উপস্হিত ছিলেন
গাউছে হারবাংগীরি জামে মসজিদের খতীব মাওলানা কুতুব উদ্দিন রেজবী, পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির
বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাবেক অর্থ ও প্রচার প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভান্ডারী, লেখক, সংগঠক নুর মোহাম্মদ,
সমাজসেবক মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ রফিকুল ইসলাৃ, কাজী সেকান্দর আলম, মরমি শিল্পী মোহাম্মদ মুসলিম ভান্ডারী,সৈয়দ মোহাম্মদ আরাফাত মোহাম্মদ সজিব, মোহাম্মদ আবু ছিদ্দিক প্রমুখ।
অনুস্টানে, বক্তারা বলেন, মাইজভান্ডারী ত্বরীকা সর্ববেস্টনকারী ত্বরীকা। সকল ধর্ম- বর্ণ ও সকল ত্বরীকার মানুষকে ভালবাসার শিক্ষা দেয়।
দেশে – বিদেশে মাইজভান্ডার দরবারে হাজার হাজার খলীফার দরবার, খলীফা, খানকা, প্রতিস্টান ও কমিটি রয়েছে।