- বিটিভিতে বাল্যকাল থেকে দেখে আসছিলাম ম্যাগাজিন অনুস্টান ইত্যাদি।
গ্রন্হনা, পরিকল্পনা ও উপস্হাপনা করেন দেশের অন্যতম শ্রেস্ট উপস্হাপক,নির্মাতা হানিফ সংকেত।
ইত্যাদির সব বৈশিস্টের মাঝে যে বিষয়টি বেশী ভাল লাগে এবং সচেতন ব্যক্তি দর্শকদের মুগ্ব করে তা হল ইত্যাদি টিম বা হানিফ সংকেত দেশের বিভিন্ন গ্রাম ও শহরের
আলোকিত, সৃজনশীল, পরিশ্রমী, গুণী অভাবী, প্রতিবন্ধী, অতি প্রতিভাবান পিছিয়ে পড়াদের নিয়ে প্রতিবেদন প্রচার করেন এবং স্টুডিওতে তাকে বা তাদের ডেকে স্বয়ংসম্পূর্ণ করতে, উৎসাহ দিতে লাখ, পাঁচ লাখ, দশলাখ এমনকি আরো ব্যাপকভাবে সেইসব ব্যক্তিদের প্রতিপর্বে আর্থিক প্রনোদনা দান ও নানারকম সম্মাননা প্রদান করেন।
সাবাস ইত্যাদি, সাবাশ গুণীজন হানিফ সংকেত।
এরকম আরো হাজার, লাখ মানুষ শত প্রতিভা, সাধনা, গুণ ও সৃজনশীলতা নিয়ে সুযোগের অভাব, দারিদ্র্যতা ও অবহেলার কারণে দেশে – বিদেশে নিজেদের সঠিক মেধা- মননের বিকাশ প্রকাশ ঘটাতে পারছে না।
হানিফ সংকেতের মত এ সমস্ত মানুষের প্রতিফা বিকাশ, প্রকাশ ও স্বয়ংসম্পূর্ণতা আনয়নে সমাজ ও রাস্ট্রের বিভিন্ম ব্যক্তি ও প্রতিস্টান চাইলে কার্যকরি ভূমিকা রাখতে পারে।
আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২২ রাত ৯ টা হতে ৯- ৫০ বিটিভিতে প্রচারিত ইত্যাদিতে এক প্রতিবন্ধী মহসীন আলী নামক একজনকে নিয়ে প্রতিবেদন দেখানো হয়েছে। তাকে রিকশাচালনার মত ঝুকিপূর্ণ কাজ ছেড়ে দোকান দেয়ার পুঁজির জন্য কেয়া কসমেটিকস এর সৌজন্য এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
একজন প্রতিবন্ধী ও দারিদ্রপীড়িত ব্যক্তির জন্য এটা অনেক বড় সহযোগীতা ও ভালবাসা।
আর দর্শক পর্বে ইত্যাদিতে পুরস্কার হিসিবে অনেক টাকার অনেক মূল্যবান বই উপহার ও প্রদান করা হয়।
বইকে ইত্যাদিতে বার বার মহামূল্যবান বলা হয়। এটা ও লেখক, সাহিত্যিক ও পাঠকদের জন্য বড় সম্মান।
ইত্যাদি’র উপস্হাপক, গুণীজন, ফাগুন অডিও ভিশন এর পরিচালক শ্রদ্বেয় হানিফ সংকেত এর এরকম মানবিক কার্যক্রমে তিনযুগ ধরে পরিবার, সমাজ ও জাতিকে আলোকিত, সচেতন ও সমৃদ্ধ করার ব্যপক ভূমিকা পালন করতেছে।
★ লেখক : নুর মোহাম্মদ,
চট্টগ্রাম।