মাসুদুল ইসলাম মাসুদ, ফটিকছড়ি প্রতিনিধি।
চট্টলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফটিকছড়ি ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবারের এস.এস.সি. পরিক্ষায় অংশ গ্রহণ করে ১০০% ফলাফল নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলার প্রথম হওয়ার গৌরব অর্জন করে। তার মধ্যে ৩৬ জন A+ পেয়ে বিদ্যালয়ের সুনামকে আরো একধাপ এগিয়ে নিয়ে যায়। এই বিষয়ে এলাকার শিক্ষিত সমাজ, অভিভাবক সমাজ,প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ সহ সকলে স্কুলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এই স্কুল টি বেশ কয়েকবার উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন এবং উক্ত স্কুলের প্রধান শিক্ষক সমগ্র চট্টগ্রামের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এই ফলাফলের বিষয়ে তিনি, তার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবীকা, ছাত্র ছাত্রী, স্কুল পরিচালনা পরিষদের সকলের আন্তরিককতার ফল বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামনে এই ধারা অব্যাহত রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা ও সবার সহযোগিতা কামনা করেন। উক্ত স্কুলে সর্বমোট ১৬৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৬৯ জনই কৃতকার্য হয়। তার মধ্যে উপজেলায় সর্বোচ্চ ৩৬ জন A+ পাই। তারমধ্যে বিজ্ঞান বিভাগ হতে ২৮ জন, ব্যাবসায়ী শিক্ষা বিভাগ হতে ৮ জন A + পাই। A+ পাওয়া নানুপুর বাজারের বিশিষ্ট পল্লী চিকিৎসক জনাব জসিম তার প্রতিক্রিয়ায় বলেন, আমার ছেলে তাসবির মাহাতাব বিজ্ঞান বিভাগ থেকে A+ পাই। আমার ছেলে প্রতিদিন দীর্ঘ ৬ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে এই স্কুলে লেখাপড়া করেন। আমার পাশ্ববর্তী স্কুল থাকা সত্ত্বেও আমি এই স্কুলের লেখাপড়া, প্রশাসনিক মান ভালো শুনায় এখানে ভর্তি করায়। শিক্ষক শিক্ষিকাদের যথাযথ তদারকি ও আমার ছেলের কষ্টের ফল এই রেজাল্ট। আমার বাসার পাশাপাশি আরেকজন ছাত্র সেইও A+ পেয়েছে। আমি এই স্কুলের লেখাপড়ার মান আরো বৃদ্ধি পাক এই দোয়া করি। এই ব্যাপারে স্কুল পরিচালনার পরিষদের সভাপতির সাথে কথা বললে তিনি জানান, আমাদের স্কুল আগেও ফটিকছড়ি তে সবদিক দিয়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের গৌরব অর্জন করেন এবং প্রধান শিক্ষক জনাব একরাম উল্লাহ পুরো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরষ্কার লাভ করেন। আমার পরিচালনা পরিষদ ও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের সমন্বয়ে আজকের এই শতভাগ পাশ। আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়। ফলাফলের বিষয়ে স্কুল প্রধান শিক্ষক জনাব একরাম উল্লাহ বলেন, সর্বপ্রথম আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের এবং আমাদের ছাত্র ছাত্রীদের সুস্থতা দান করে এই পর্যন্ত রেখেছেন। আমার প্রতিটি শিক্ষক শিক্ষিকা ছেলেদের পাঠদানের ব্যাপারে খুব আন্তরিক এবং আধুনিক পদ্ধতিতে পাঠদান দক্ষ। সব শিক্ষক শিক্ষিকারা প্রতি সপ্তাহে নিজেদের মধ্যে পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং তা ক্লাসে প্রয়োগ করেন। নিয়মিত ক্লাসে ছাত্র ছাত্রীদের মনিটরিং এবং সন্ধ্যায় শিক্ষকরা হোম ভিজিটিং এর মাধ্যমে স্কুলের লেখাপড়ার মানোন্নয়ন করে যাচ্ছেন। সর্বোপরি শিক্ষক পরিষদ, পরিচালনা পরিষদ, অভিভাবক, এলাকাবাসী ও ছাত্র ছাত্রীদের সহযোগিতায় এই ভালো ফলাফল অর্জন করতে পেরেছি। এছাড়াও বিদ্যালয়টি ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ২০২২ সালে এস,এস,সি পরীক্ষায় ফটিকছড়ি উপজেলায় প্রথম হয়েছে। এছাড়া স্কুলটি আগেও ফটিকছড়িতে ২ বার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পুরস্কার লাভ করে। ২০১৮ সালে প্রধান শিক্ষক একরাম উল্লাহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ২০২২ সালে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হন। ২০২০ সালে উপজেলা পর্যায়ে “দুর্নীতি বিরোধী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট হন এবং ২০২১ সালে ৪ জন সর্বোচ্চ প্রেসিডেন্ট স্কাউট পদক লাভ করেন
এছাড়া উপজেলা পর্যায়ে এই স্কুলের সহকারী শিক্ষক ২০১৯ সালের শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক, স্কাউটে মোহাম্মদ আলমগীর শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, “জানো মুজিব, জানো বাংলাদেশ ” প্রতিযোগিতায় ২০১৯ শ্রেষ্ঠ নির্বাচিত হন।
সব কিছু মিলিয়ে ও এই ফলাফল নিয়ে এলাকার জনগণ ও অভিভাবকগণ খুব আনন্দ প্রকাশ করতে দেখা যায়।