পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:), ফাতেহায়ে ইয়াজদাহুম ও মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ( ক:) এর খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখার ব্যবস্হাপনায় এক আজিমুসশান মিলাদ মাহফিল ১৩ ডিসেম্বর মঙ্গলবার ২০২২ বাদে মাগরিব হতে
রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামে মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ ছাহেব এর সভাপতিত্বে ও সংগঠক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় অবুস্টিত হয়।
উক্ত অনুস্টানে কর্মসূচিতে আরো ছিল খতমে কোরআন, তাওয়াল্লেদে গাউছিয়া শরীফ ও তবরুক বিতরণ।
মাহফিলে প্রধান মেহমান ছিলেন উম্মুল আশেকীন মনোয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার সুপার হাফেজ আবুল কালাম।
প্রধান বক্তা ছিলেন, গোমদন্ডী দরবার শরীফের শাহজাদা আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী ( ম: জি: আ:)।
বিশেষ বক্তা ছিলেন পূর্ব কচুখাইন জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এতে অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন
মাদ্রাসায়ে গাউছুল আজম মাইজভান্ডারী’র সাবেক শিক্ষার্থী শায়ের হাফেজ মাওলানা মাসূদ পারভেজ, সমাজসেবক নূর আহমদ মাইজভান্ডারী, শাহজাদা মোহাম্মদ ছালে আহমদ, ইউপি সদস্য খোরশেদুল ইসলাম, ইউপি সদস্য শাহিনুর হক,
রাউজান গ জোনের সমন্বয়কারী নাজিম উদ্দিন কালু, সমন্বয়কারী মোহাম্মদ খসরুল আমিন চৌধূরী, কচুখাইন শাখার সভাপতি মোহাম্মদ আবদুস শুক্কুর সওদাগর, সাধারণ সম্পাদক জহির আহমদ,
কাগতিয়া শাখার সভাপতি তানভীর আকবর চৌধূরী, পাহাড়তলী শাখার সভাপতি আহমদ হোসেন সেলিম, বদুপাড়া শাখার সভাপতি দীন মোহাম্মদ, দক্ষিণ নোয়াপাড়া শাখার সভাপতি এয়ার মোহাম্মদ, শায়ের বুরহান উদ্দিন মাইজভান্ডারী, সমাজসেবক মোহাম্মদ কামাল উদ্দিন, নুরুল আবছার, নুরুল হুদা, জামাল উদ্দিন,
মোহাম্মদ মফিজ উদ্দিন, হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন,
মোহাম্মদ নাজিম উদ্দিন, হাফেজ সাইফুল ইসলাম, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আবুল কালাম , হাফেজ শাহাদাৎ হোসেন, গিয়াস উদ্দিন নয়ন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মোরশেদ, গিয়াস উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ নাছের, মোহাম্মদ খোরশেদ প্রমুখ।