সংযুক্ত আরব আমিরাতে অবস্হানরত বাংলাদেশের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়ার বিশিস্ট ব্যবসায়ী, ২০০৯ সালে বিসনেস এওয়ার্ড় প্রাপ্ত, নোয়াপাড়ার ইতিহাসের প্রথম সিআইপি অর্জনকারী আলহাজ্ব আবদুল হালিম সিআইপির আজ ২৪ ডিসেম্বর শনিবার ২০২২ শুভ জন্মদিন।
তাহার এই স্মরণীয় মূহুর্তে চট্টগ্রামের স্বনামধন্য সাময়িকী বিশ্ববন্ধন এর প্রকাশক, পৃস্টপোষক, উপদেস্টা ও সম্পাদকীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
নিভৃতচারী, পরিশ্রমী ও প্রযুক্তিবিদ আবদুল হালিম সিআইপি নিজেকে গতানুগতিক ধারার বাইরে পরিচালিত করেন।
প্রচারবিমুখ এই আলোকিত ব্যক্তিত্ব নিজের কাজ নিয়েই বেশীরভাগ সময় অতিবাহিত করেন। তিনি মেধাবী গুণীজনদের বেশী সম্মান করেন।
তাহার প্রতি শ্রদ্বা, ভক্তি, স্মৃতি ও প্রীতির প্রতি সম্মান জানিয়ে এই সুন্দর মনের মানুষটির সার্বিক সমৃদ্বি ও দীর্যায়ু কামনা করছি।