ফটিকছড়ি প্রতিনিধি- মাসুদুল ইসলাম মাসুদঃ হেদায়েতুল ইসলাম কমিটির ২ দিন ব্যাপী ইসলামী মহা সন্মেলন সম্পন্ন হয়েছে।
উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন ফটিকছড়ি আজাদী বাজার হেদায়েতুল ইসলাম কমিটির ২ দিন ব্যাপী ৪০ তম ইসলামি মহা সন্মেলন গত ২৬/২৭ তারিখ সফল ভাবে সম্পন্ন হয়েছে। সন্মেলন কমিটির অন্যতম বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভয়পতি মৌলানা ওমর ফারুকের পরিচালনায় মাহফিল কার্যক্রম শুরু হয়।
এই ৪০ তম সন্মেলনে বাংলাদেশের নামকরা ওয়াজিনগণ তাসরিফ আনেন। হেদায়েতুল ইসলাম কমিটির সন্মানিত সভাপতি ফটিকছড়ির নামকরা দ্বীনি প্রতিষ্ঠান নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মহা পরিচালক ও মানবিক সংগঠন আল মানাহিলের অন্যতম উপদেষ্টা মাওলানা শাহ সালাউদ্দীন নানুপুরী হুজুরের দক্ষ পরিচালনায় মাহফিলটি এইবার উত্তর চট্টলায় সাড়া ফেলেছে। কারণ এইবার এই ২ দিন ব্যাপী মাহফিলে ছিল শ্রোতাদের উপস্থিতি রেকর্ড সংখ্যক ও ঢাকা ভিত্তিক বক্তাগণের উপস্থিতি। এইবার ৪০ তম মাহফিল হিসেবে কতৃপক্ষ বিশেষ বিশেষ পদক্ষেপ নিতে দেখা যায়। ফটিকছড়ি বক্তপুরের কৃতি সন্তান চট্টগ্রামের নতুন দায়িত্ব প্রাপ্ত উপ সচিব জনাব আনোয়ার আলম কে ও মানবিক সংগঠন আল মানাহিলের পরিচালক মাওলানা হেলাল উদ্দিন ও আজাদী বাজারের ব্যাবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটি কে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন। বাংলাদেশের সময়ের আলোচিত বক্তা মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, মাওলানা হাবিবউল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা সানাউল্লাহ গাজী, বাবুনগর মাদ্রাসা প্রধান মুফতি ও মোহাদ্দেস মুফতি মাহমুদুল হাসান, মাওলানা বেলাল উদ্দিন নানুপুরী, কুতুব উদ্দীন নানুপুরী, মাওলানা মাহমুদ শাহ, ইসলামি লেখক ও গবেষক মুফতি রিয়াজ উদ্দীন ধর্মপুরী সহ চট্টগ্রাম ও ফটিকছড়ির অনেক ওয়াইজিন। সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রথম দিনে বাংলাদেশের কলরব শিল্পী গোষ্ঠীর প্রধান ও সময়ের আলোচিত বক্তা মুফতি সাঈদ আহমদ কলরব ঢাকা আর দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ ছিল বাংলাদশের প্রখ্যাত ইসলামি সংগীত শিল্পী, ইসলামি কাব্য মুফাসসির জাগ্রত কবি খ্যাত মুহিব খান। এই দুই ইসলামি সংগীত শিল্পী কে দেখা ও তাদের সংগীত শুনার জন্য সব বয়সের মুসলমানের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত। এছাড়াও মঞ্চে ফটিকছড়ির বিভিন্ন মাদ্রাসার পরিচালকগণ ও প্রবীণ আলেমগণ তশরিফ রাখেন। হেদায়েতুল ইসলাম কমিটির সকল স্তরের কর্মীদের সুসংগঠিত দক্ষ পরিচালনায় ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এক মাহফিল তারা এলাকাকে উপহার দেন। এতে, মাহফিলের সার্বিক উন্নতি,সকল স্তরের মুসলমান, বিশ্ব উম্মাহর শান্তির চেয়ে দোয়া পরিচালনা করেন উক্তি কমিটির সভাপতি পীরে কামেল সালাহউদ্দীন নানুপুরী সাহেব। এর মধ্য দিয়ে উক্ত মাহফিলের ২ দিন ব্যাপী সন্মেলনের সমাপ্ত ঘোষণা করা হয়।
হেদায়েতুল ইসলামের ২ দিন ব্যাপী ইসলামী মহা সন্মেলন সম্পন্ন।
