খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুজ জোহরা ( আ:) ও গাউছুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী ( ক:) এর স্মরণে মিলাদ মাহফিল, খতমে কোরআন, ছেমা মাহফিল ও ফাতেহা শরীফ
গত ৯ জানুয়ারি সোমবার ২০২৩ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখার সদস্য গিয়াস উদ্দিন নয়ন ও তার পরিবারবর্গের ব্যবস্হাপনায় হাটহাজারী উপজেলার ফতেয়াবাদস্হ সন্দীপ কলোনীস্হ বাসভবন সম্মুখে
আলহাজ্ব মাওলানা মোহাম্মদ খোরশেদুল আলম চৌধূরীর সভাপতিত্বে এবং সংগঠক নুর মোহাম্মদ’র সঞ্চালনায় অনুস্টিত হয়।
মাহফিলে প্রধান অতিথী ছিলেন দরবারে কামালিয়া শরীফের আওলাদ শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ মামুন মাইজভান্ডারী।
বিশেষ অতিথী ছিলেন কবি ও লেখক মাওলানা সৈয়দ শামসুদ্দিন নঈমী, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সহ- প্রধান শিক্ষক মহিউদ্দিন মহিম, সমাজসেবক মাওলানা আমীর হোসেন মাইজভান্ডারী, সংগঠনের সাধারণ সম্পাদক জহির আহমদ, সামশুল আলম মাইজভান্ডারী।
এতে অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন মাওলানা হাফেজ মোহাম্মদ জামসেদ, মাওলানা হাফেজ মোহাম্মদ শাহেদ, সমাজসেবক মোহাম্মদ জানে আলম,শায়ের বুরহান উদ্দিন মাইজভান্ডারী, মরমী শিল্পী মোহাম্মদ মোরশেদ, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপদেস্টা মুজিবুর রহমান,মোহাম্মদ ওমর ফারুক, সাইফুল ইসলাম,
সমাজসেবক মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ মনসুর, ডা: সৈয়দ মাহমুদুল হক, মহিউদ্দিন হাসান, মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ আবুল কালাম, আবদুল মান্নান,সৈয়দ মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ তানভীর, বদিউল আলম, আমজাদ খান, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
মাহফিল বক্তারা বলেন, লোভ, লালসা, হিংসা ও অহংকারমুক্ত এবাদতই আল্লাহর কাছে বেশী গ্রহণযোগ্ব হয়। সকল কাজের সামর্থবানদের নি:স্বার্থভাবে মানবসেবা, ত্বরিকতের খেদমত ও আলোকিত সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।