ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠ দানে সক্ষম সময়োপযোগী ইক্বরা সুন্নিয়া মডেল মাদ্রাসা চট্টগ্রামের পূর্ব বাকলিয়ায তাদের যাত্রা শুরু করেছে।
গত (১১ ডিসেম্বর ২৩) বুধবার সকাল ৮ ঘটিকার সময় মাদ্রাসার পরিচালক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট লেখক ও গবেষক, ঐতিহ্যবাহী সুজার মার জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ছানা উল্লাহ শিবলী নোমানী ফ্রী বই বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্ভোধন অনুষ্ঠান সম্পন্ন করেন।
গুণগত মানসম্পন্ন শিক্ষা ও পাঠদানের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে, সুনাগরিক তৈরীর স্বপ্ন নিয়ে ঝাকজমপূর্ণ ভাবে যাত্রা শুরু করেছে ইক্বরা সুন্নিয়া মডেল মাদ্রাসা। সুজার মা জামে মসজিদের প্রবীণ খাদেম মাওলানা মুহাম্মদ আব্দুল গফফার সাহেবের সভাপতিিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আহমদ করিম আনোয়ারী, সবক প্রদান করেন প্রবীণ আলেমে দ্বীন আল্লামা নুরুল ইসলাম নকশবন্দি, বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রভাষক জনাব সাইফুল আজম রুবেল, বাকলিয়া সিটি করপোরেশন গার্লস স্কুলের শিক্ষক মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, চাক্তাই মহল্লা কমিটির সেক্রেটারি জনাব আলহাজ্ব ফেরদৌস ওয়াহিদ সহ সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি ব্যক্তিবর্গ।