চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে, বাংলাদেশ রাবার শিল্প মালিক সমিতির অন্যতম উদ্যোক্তা ও অর্থ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো: আলা উদ্দিন’র একমাত্র কন্যা শাহনাজ সুলতানার জমকালোভাবে বিবাহোত্তর অনুষ্ঠান করা হয়।
গত (১৩ জানুয়ারী ২৩) শুক্রবার রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেডিস ক্লাবে আয়োজন করা হয় এ বিবাহোত্তর অনুষ্ঠান।শাহনাজ সুলতানার সাথে বাকলিয়া মাইজপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব তাজুল ইসলামের দৌহিত্র এবং আলহাজ্ব সুলতান আহমদের পুত্র সাকিব আহমদের বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে নিজ পরিবারের বাইরেও মিডিয়ার সহকর্মী ও সাংবাদিকদের অনেকেই অংশ নেন। এ দিন সময় যত গড়াচ্ছিল অনুষ্ঠানস্থলে দেশের খ্যাতনামা ব্যক্তিদের সংখ্যা তত বাড়ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জনতা লীগ চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের, বিশিষ্ট রাজনৈতিক নেতা এজাহার, সাংবাদিক কামরুল হুদা, ওসমান জাহাঙ্গীর, আমিনুল হক লিটন, কবি আবদুল্লাহ মজুমদার, সংগঠক মো. ইউসুফের উপস্থিতিতে মনে হয়েছিল সাংবাদিক ও গুণী ব্যক্তিদের মেলা বসেছে লেডিস ক্লাবে।
চট্টগ্রাম নগরের মাদারবাড়ী আলা উদ্দিন ভবন নিবাসী, আরিফ রাবার ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি পরিবারের মেয়ে শাহনাজ সুলতানা।