মাসুদুল ইসলাম মাসুদ।
গত ১৩ ই জানুয়ারি ২০২৩ রোজ শুক্রবার
খাদেমুল ইসলাম পাঠাগার ও যুব পরিষদ কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ ও ২০২২ সালের এস এস সি তে যারা A+ পেয়েছে ও একই বছর কোরআনে হাফেজ হয়েছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন মধ্যম ধর্মপুর ঈদগাঁহ মাঠে সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে ধর্মপুরের সকল বিদ্যালয় হতে মোট ৫০ জন A+ প্রাপ্ত ছাত্র ছাত্রী এবং ৫০ জন হাফেজ কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও মধ্যম ধর্মপুর এলাকার ১৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই দিনে অনুষ্ঠিত ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহনকারি প্রতিযোগিদের মাঝে ও পুরষ্কার বিতরণ করা হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ ইয়াসিন সিদ্দিকী সোহেল এর সঞ্চালনায় এই অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ রফিকুল আলম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ১৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুল হক সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ( উন্নয়ন) জনাব আনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাব্বির রাহমান সানি। যুব উন্নয়ন কর্মকর্তা জনাব তানভীর আহমেদ সিদ্দিকী। বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা জনাব সালেহ জহুর, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আলম চৌধুরী, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি জনাব কামাল উদ্দিন, প্রধান শিক্ষক জনাব একরাম উল্লাহ সহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন সহ সম্পাদক মোঃ আরমান আলী, রাশেদুল আলম,তারেক, আবদুর রহমান রাকিব, অলি উল্লাহ, বাবু, ফারহান,জাহেদ, হাবীব উল্লাহ সহ প্রায় শতাদিক কর্মী। অনুষ্ঠান এ বক্তারা খাদেমুল ইসলাম পাঠাগার এর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন ও আজকের এই আত্মকেন্দ্রিক যুগে নজিরবিহীন বলে দাবি করেন। এছাড়াও এই সংগঠনকে এলাকার আত্ম সামাজিক উন্নয়নে কাজ করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য এই সংগঠনটি দীর্ঘ ৪৩ বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার শিক্ষা সহ আত্ব সামাজিক উন্নয়নেন কাজ করে যাচ্ছে। এতে আগত প্রত্যেক অতিথি পাঠাগারের সকল কাজে সাথে থাকবে বলে আশ্বাস দেন।
ধর্মপুর খাদেমুল ইসলাম পাঠাগারের শিক্ষা বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।
