রাউজান উপজেলার গত বাগোয়ান ইউনিয়নে গত ২২ জানুয়ারি, রবিবার ২০২৩ বাদে জোহর হতে মুর্শিদে বরহক কুতুবুল আউলিয়া হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রহঃ) এর প্রধান খলিফা ফানা ফিস শাইখ হযরত শাহ সূফি আব্দুল গফুর (রহঃ) এর বাড়ীস্থ তাঁহার আপন ভাতিজা মরহুম সূফী এয়াকুব আলী (রহঃ) এর নবনির্মিত ঘরের শুভ উদ্ভোদন উপলক্ষে এক আজিমুশ্শান খতমে সূরায়ে আনয়াম শরীফ, পবিত্র খতমে গাউছিয়া শরীফ ও সংক্ষিপ্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ও সমন্বয়ে
ছিলেন দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত, হযরতুল আল্লামা মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ (ম.জি.আ.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গশ্চি দরবারে হাবিবীয়ার সাজ্জাদানশীন হরতুল আল্লামা মুফতি হাবিবুর রহমান নঈমী ছিরিকোটি (রহঃ)এর সুযোগ্য ছাহেবজাদা ও চট্টগ্রাম হজ্জ কাফেলা ট্রাভেলস এণ্ড ট্যুরস এর নির্বাহী পরিচালক আলহাজ্ব মুফতি মাওলানা জিল্লুর রহমান হাবিবী, পূর্বগুজরা মোহামদীয়া সুন্নীয়া মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা আবু মোস্তাক ও অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, নোয়াপাড়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসার সুপার মাওলানা শওকত হোসাইন রেজভী, গশ্চি মোহাম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান ও মাওলানা হারুনুর রশিদ, সূফী আব্দুল গফুর রহঃ বাড়ী জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা অলিউর রহমান আলকাদেরী, সূফি আব্দুল গফুর রহঃ এর নাতনী জামাতা বিশিষ্ট কবি ও ছড়াকার মাসিক সূফীকথা পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা এস.এম. শামসুদ্দিন নঈমী, বিশ্ব বন্ধন পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক রিয়া বাংলা প্রতিবেদক ও রাউজান প্রেস ক্লাবের সদস্য লেখক, সাংবাদিক নূর মোহাম্মদ, মরহুম সূফী এয়াকুব আলী রহঃ এর কনিষ্ঠ জামাতা বিশিষ্ট দানবীর কুয়েত প্রবাসী মোহাম্মদ নাছির উদ্দীন সহ এতে আরো অনেক আলেম ওলামা ও আত্বীয় স্বজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাহেবে দাওয়াত ইউ. এস.এ. প্রবাসী জনাব মোহাম্মদ সেকান্দার আজম ও মোহাম্মদ ফারুক আজমের মুরব্বিগণের ইছালে সাওয়াব সহ সকল ভাইবোনদের সু-স্বাস্থ্য দীর্ঘায়ু ও সার্বিক উন্নতি এবং সুন্নীয়তের ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ ভাবে মোনাজাত পরিচালনা করেন দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুল আল্লামা জনাব মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ ( ম: জি: আ:)।