ক্রীড়া প্রতিবেদন:৩০জানুয়ারী
নগরীর দক্ষিণ হালিশহরে মরহুম ইদ্রিস আলী স্মৃতি শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩ চ্যাম্পিয়ন হয়েছেন আইমান-সবুজ জুটি, রানার্সআপ হয়েছে সালাউদ্দিন তুষার জুটি।
৩০জানুয়ারী রাতে তালতলাস্থ মরহুম ইদ্রিস আলীর বাসভবনের মাঠে ৩সেটের ফাইনাল ম্যাচে২-১ সেটে তরুণ আইমান-সবুজ জুটি চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ১০হাজার, রানার্সআপ জুটি ট্রফিসহ ৬হাজার টাকা লাভ করেন। সোমবার রাতে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর পরিষদের সদস্য মোঃ লোকমান হাকিম।
মরহুম ইদ্রিস আলীর সুযোগ্য সন্তান,দঃহালিশহর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সংগঠক মোঃ সুমনের সঞ্চালনায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃনজরুল ইসলাম মিন্টু ,মোঃ আনোয়ার হোসেন বেলাল,মোঃনরুল আমিন সোহেল, মোঃআনোয়ার সাহাদাত বাবু ,মোঃনজির আহাম্মদ, মোঃ মাসুদ সহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।