মহান অলিয়ে কামেল হযরত খাজা সৈয়দ আশরাফ শাহ ( রহ:) ও হযরত আবু শাহ ( রহ:) এর ২১৭ তম বার্ষিক ওরশ শরীফ আগামী ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ২০২৩ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্বমে
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামের কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফে খাজা আশরাফিয়া তৈয়বিয়া মঞ্জিলে অনুস্টিত হবে।
উক্ত ওরশ শরীফে সকল ভক্ত, জায়েরিন, মুহিব্বিন ও আশেকানদের উপস্হিত থাকার জন্য সাজ্জাদানশীন শাহজাদা হযরত আলহাজ্ব মাওলানা তৈয়ব শাহ আল আশরাফী ( ম: জি : আ:) ও ইত্তেহাদে আশরাফিয়া জলিলীয়া মুহিব্বিন কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।