চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ছনহরা ইউনিয়ননের উত্তর ছনহরা গ্রামে আগামী ১৭ ফেব্রুয়ারী, ৪ টা ফাল্গুন, শুক্রবার ২০২৩ গাজী ভান্ডার ছনহরাভী শাহী পাক দরবার শরীফে হযরত শাহসূফি মাওলানা খাজা ছৈয়দ গাজী শাহ ছনহরাভী আল মাইজভান্ডারী (রহ:) এর ৫৩ তম বার্ষিক ওরশ শরীফে দিনরাতব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্ব দিয়ে অনুস্টিত হবে।
উক্ত ওরশ মাহফিল মাজার ও ওরশ শরীফের প্রতিস্টাতা গাজী মোহাম্মদ আবুল কাসেম ফকির ছনহরাভী আস ছৈয়দী এর সভাপতিত্বে দরবারের মোন্তাজেম গাজী মোহাম্মদ আবদুল খালেক ছনহরাভী আস ছৈয়দী সঞ্চালনায় অনুস্টিত হবে।
উক্ত ওরশ শরীফে সকল আশেক, ভক্ত ও জায়েরীনদের যথাসময়ে উপস্হিত থাকার জন্য গাউছিয়া ছৈয়দিয়া দুলা মিয়া কাসেম মঞ্জিলের মোন্তাজেম গাজী মোহাম্মদ আনোয়ার হোসেন ছনহরাভী, গাজী মোহাম্মদ নূর হোসেন ছনহরাভী , গাজী মোহাম্মদ গোলাম হোসেন ছনহরাভী, গাজী হোসেন জেবল হোসেন ছনহরাভীর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।