পটিয়া উপজেলায় ছনহরা ইউনিয়ননের উত্তর ছনহরা গ্রামে গত ১৭ ফেব্রুয়ারী, ৪ টা ফাল্গুন, শুক্রবার ২০২৩ গাজী ভান্ডার ছনহরাভী শাহী পাক দরবার শরীফে হযরত শাহসূফি মাওলানা খাজা ছৈয়দ গাজী শাহ ছনহরাভী আল মাইজভান্ডারী (রহ:) এর ৫৩ তম বার্ষিক ওরশ শরীফে দিনরাতব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্ব দিয়ে
মাজার ও ওরশ শরীফের প্রতিস্টাতা গাজী মোহাম্মদ আবুল কাসেম ফকির ছনহরাভী আস ছৈয়দী এর সভাপতিত্বে অনুস্টিত হয়।
ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ আল কাদেরী ( ম: জি: আ:)। প্রধান অতিথী ছিলেন ছনহরা ইউপি চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব আব্দুর রশীদ দৌলতী।
বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা ওসমান গণি সিকদার আলকাদেরী। অনুস্টানে মাহফিলে ছেমা পরিবেশন করেন মরমী শিল্পী ছৈয়দ মুহাম্মদ এরফান।
এতে অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন বিশিস্ট আওয়ামীলীগ নেতা শেখ মোহাম্মদ নাছের, মোহাম্মদ ইসলাম, গাজী মোহাম্মদ আনোয়ার হোসেন ছনহরাভী, গাজী মোহাম্মদ নূর হোসেন ছনহরাভী , গাজী মোহাম্মদ গোলাম হোসেন ছনহরাভী, গাজী হোসেন জেবল হোসেন ছনহরাভীর, লেখক ও সংগঠক নুর মোহাম্মদ, বেলাল হোসেন আমীরি, সৈয়দ মোহাম্মদ আরাফাত প্রমুখ।
ওরশ শরীফে আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের মোন্তাজেম গাজী মোহাম্মদ আবদুল খালেক ছনহরাভী আস ছৈয়দী।