সুলতানুল আরেফিন হযরত কালু শাহ ( রহ:) এর ২৯ তম পবিত্র বার্ষিক ফাতেহা শরীফ আগামী ২ মার্চ বৃহস্পতিবার ২০২৩ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধূরীহাটের খুইল্লা মিয়া সূফির বাড়ীতে অনুস্টিত হবে।
অনুস্টানে কর্মসূচির মাঝে আছে খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, মিলাদ মাহফিল, খতমে খাজেগান, আখেরী মুনাজাত ও তবরুক বিতরণ।
উক্ত ফাতেহা শরীফে সংশ্লিস্ট সকলকে যথাসময়ে উপস্হিত থাকার জন্য পরিচালনা কমিটির পক্ষে মাওলানা মোহাম্মদ আলমগীর আন্তরিক অনুরোধ জানিয়েছেন।