।সুলতানুল আউলিয়া হযরত খাজা সৈয়দ আশরাফ শাহ ( রহ:) ও হযরত আবু শাহ ( রহ:) এর ২১৭ তম বার্ষিক ওরশ শরীফ গত ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ২০২৩ খতমে কোরআন, খতমে খাজেগান, তাওয়াল্লেদে গাউছিয়া শরীফ, মিলাদ, আখেরী মোনাজাত, তবরুক বিতরণ সহ কর্মসূচি পালনের মাধ্বমে
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামের কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফে খাজা আশরাফিয়া তৈয়বিয়া মঞ্জিলে অনুস্টিত হয়।
সাজ্জাদানশীন শাহজাদা হযরত আলহাজ্ব মাওলানা তৈয়ব শাহ আল আশরাফী ( ম: জি : আ:) ও ইত্তেহাদে আশরাফিয়া জলিলীয়া মুহিব্বিন কমিটির ব্যবস্হাপনায় আয়োজিত এই বৃহত্তর অনুস্টানে বিভিন্ন সময়ে উপস্হিত ছিলেন রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা আবুল বয়ান হাশেমী নঈমী ( ম: জি: আ:),
পোমরা নঈমীয়াবাদ দরবার শরীফের শাহজাদা মাওলানা মোহাম্মদ নাঈম উদ্দিন মাইজভান্ডারী,
মাওলানা নুরুল আলম হেলালী, মদিনা ইসলামী মিশনের চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, রহমানিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা আবুল কাসেম, হাফেজ আহম্মদুর রহমান,
কবি মাওলানা সৈয়দ শামসুদ্দিন নঈমী, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বাগোয়ান শাখার সভাপতি মোহাম্মদ জেবর মুল্লুক, সমাজসেবক মাওলানা আমীর হোসেন মাইজভান্ডারী, খায়েজ আহমদ নাছির, মোহাম্মদ নেওয়াজ উদ্দিন শাহ ফয়সাল , আমানত উদ্দিন শাহ, বেলাল হোসেন প্রমুখ।