মাসুদুল ইসলাম মাসুদ।
ধর্মপুরের প্রধান সড়কগুলো বেহাল অবস্থা কাটিয়ে দেখতে শুরু করেছে ভোরের স্নিগ্ধ আলো।
উন্নয়নের ছোঁয়া ছোঁয়া লাগছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীন সড়ক গুলোতে। আগে দেখা গেছে বিভিন্ন ওয়ার্ডের অলি গলি বা সেন্ট্রাল সড়ক গুলোর অবস্থা খুবই নাজুক ছিল।
ছোট ছোট ব্রীজ কালবার্ট গুলোর অবস্থাও ভালো ছিলনা। বর্তমানে নতুন নতুন বাজেটে শুরু হচ্ছে বিভিন্ন সড়কের কাজ। এরি মধ্যে অনেক গুলো রাস্তার কিছু কিছু অংশ সলিন কিংবা ব্রীক সলিন হয়েছে বা কিছু হলেও কিছু বাকি থেকে যাচ্ছে। যা,পরিবর্তী বাজেটের জন্য অপেক্ষায় আছে। বেশ কিছু ওয়ার্ডে পানি নিষ্কাশনের জন্য নতুন নতুন ড্রেন হয়েছে যা ৩০০ ফুট পর্যন্ত লম্বা। এছাড়া ব্রীক সলিনের আওতায় এসেছে অনেক গুলো সড়ক।
এই পর্যন্ত কিছু রাস্তা নতুন করে সংস্কার হলেও অনেক গুলো রাস্তা এখনো উন্নয়নের ধরাছোঁয়ার বাইরে। এর কারণ হিসেবে সাধারণ জনগন মনে করে ধর্মপুর বড় ইউনিয়ন হিসেবে বাজেট স্বল্পতার কারণে সবগুলো সড়কে হাত দেওয়া যাচ্ছেনা। সরজমিনে দেখা যায়, ফটিকছড়ির সবচেয়ে জনবসতি পূর্ণ এলাকা ১৮ নং ধর্মপুর ইউনিয়নে অনেক গুলো প্রধান প্রধান সড়ক ও সেন্ট্রাল