- আনজুমানে বেতাগীয়া মুহাম্মদীয়া দরবার শরীফের উদ্যোগে কচুখাইন হযরত কেবলা হযরত মাওলানা মুহাম্মদ ছাহেব ( রহ:) ‘র এর ৪৬ তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল, মুরিদান ও ভক্তবৃন্দের ৫১ তম মহান ভ্রাতৃ সম্মেলন উপলক্ষে ফাতেহা শরীফ আগামী ১১ মার্চ ২০২৩ শনিবার বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইস্হ মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুস্টিত হবে।
এতে কর্মসূচির মধ্য রয়েছে শনিবার বাদে ফজর পবিত্র খতমে কোরআন, বাদে এশা হইতে সারারাতবাপী মিলাদ মাহফিল, খতমে খাজেগান ও ত্বরিকতের আলোচনা।
রবিবার বাদে ফজর আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।
উক্ত অনুস্টানে হুজুর কেবলার শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ সকলকে যথাসময়ে উপস্হিত থাকার জন্য সবিনয় আহবান জানিয়েছেন।