মোহাম্মদ মাসুদুল ইসলাম মাসুদ। ফটিকছড়ি।
হিজর’ শব্দ থেকে ‘হিজড়া’ শব্দের উৎপত্তি, যার অর্থ দাঁড়ায়, ‘লোকালয় পরিবর্তনকারী’। অর্থাৎ অনেকের মধ্যে অন্য পথে হাঁটা বা অন্য অবস্থানে চলে যাওয়া ব্যক্তিকে বলা হচ্ছে ‘হিজড়া’! আমাদের দেশে হিজড়ারা পিছিয়ে পড়া এক জনগোষ্ঠী। জোরপূর্বক চাঁদা আদায় থেকে শুরু করে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে হিজড়াদের নাম। হিজড়া যার আভিধানিক অর্থ পরিবর্তন বা Migrate বা Transfer। শারীরিক ত্রুটির কারণে হিজড়াদের জন্ম। হিজড়ারা সমাজে সাধারণত ক্লীবলিঙ্গ হিসেবে বিবেচিত বা পরিচিত। তারা আগে অবহেলিত থাকলেও বর্তমানে সরকার তাদের জন্য অবেন উন্নয়ন মূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে। সরকার তাদের জন্য আলাদা আলাদা পদক্ষেপ নিয়েছে। প্রতি অর্থ বছরে তাদের জন্য আলাদা আলাদা বাজেট দেওয়া হয়, বয়স্ক ভাতা দেওয়া, কর্মমুখী শিক্ষা সহ অনেক কিছু। এত কিছু দেওয়া হলেও গ্রামেগঞ্জে এখনো অনেক সুবিধা বঞ্চিৃত হিজড়া রয়েছে। যারা গ্রামে, হাটে বাজারে, মার্কেটে, দোকানে,জনসম্মুখে অনেক বিব্রতকর ঘঠনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আসন্ন রমজান উপলক্ষে ফটিকছড়ি আজাদী বাজারে সাধারণ মানুষ, দোকানদার, ব্যবসায়ীবৃন্দরা যাতে এই বিব্রতকর পরিস্থিতিতে পরতে না হয় সেইজন্যই তারা আজ এক মতবিনিময় সভা “হিজড়া” জনগোষ্ঠী নিয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে দীর্ঘক্ষণ আলোচনা চলে। দীর্ঘ আলোচনা শেষে এই জনগোষ্ঠী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে একমতে আসেন এই বলে যে, রমজান মাসে তারা আজাদী বাজারের সর্বস্তরে ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষ কে কোনো প্রকার হয়রানি করবেনা। যে যা তাদের হাতে দিবে তারা তাই গ্রহণ করবে। কোনো রুপ হয়রানি বা দাবী মূলক কিছু করবেনা।
এই ব্যাপারে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক – জনাব ফারুক সাহেব জানান তাদের সাথে আমাদের একটি কমিটমেন্ট হয়েছে, রমজান মাসে বা অন্য কোনো সময় কারো সাথে কোনো রুপ জোরপূর্বক কিছু দাবি করবেনা। তিনি বলেন, সবাই মানবিক দিক চিন্তা করে যাতে তারাও কোনোরুপে দিনাতিপাত করতে পারে সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। যে কোনো পরিস্থিতিতে সবাই দয়া করে ব্যবসায়ী কল্যাণ সমিতিকে এই পবিত্র রমজান মাসে সার্বিক সহযোগীতা করবেন। বাজার পরিস্থিতির আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে একটি টিম সার্বিকভাবে কাজ করবে। যানজট নিরসনে আরো একটি টিম সার্বিকভাবে কাজ করবে। সভাপতি বাবুল সাহেব বলেন, দিনে কিংবা রাতে প্রধান সড়কের ওপর কেউ মোটরবাইক বা সি এন জি, অটোরিকশা রেখে বা যত্রতত্র পার্কিং করে বাজারে যানযট সৃষ্টি না করার অনুরোধ জানান। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক সাহেবেরও সার্বিক সহযোগীতা কামনা করেন বলে উভয় জানান।