অডিপিটি ফাউন্ডেশন বাংলাদেশ ও অতীশ দীপঙ্গর পীস ট্রাস্ট এর বার্ষিক সাধারণ সভা গত
২০ জানুয়ারি শুক্রবার ২০২৩ চট্টগ্রামের জামালখানস্হ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে
বিকাল ৩ টা হতে সন্ধা ৭-৩০ পর্যন্ত এডিপিটি বাংলাদেশ ফাউন্ডেশন ট্রাস্টি, এডিপিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ দিবাকর বড়ুয়া সভাপতিত্বে ও
অতীশ দীপঙ্গর পীস ট্রাস্টের সাধারণ সম্পাদক সনৎ কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুস্টিত হয়।
ট্রাস্ট ও ফাউন্ডেশনের সার্বিক বিষয়ে মতামত প্রদান করেন- এড. মীর ফেরদৌস সেলিম, প্রনবরাজ বড়ুয়া, ট্রাস্টি অধ্যাপক সুপ্তি বড়ুয়া, এস এম আবুল ফজল, অসীম বড়ুয়া, সম্পা চৌধুরী, এনা স্যামসন, হাসান মোহাম্মদ রিপন, শাক্য বড়ুয়া, শরিফ নবাব হোসাইন, ভানু রন্জন চক্রবর্তী, অজিত কুমার আইচ, নুর মোহাম্মদ, প্রনব বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ প্রমুখ। উক্ত অনুস্টানের
সার্বিক সহযোগিতায় ছিলেন মিন্টুন বড়ুয়া, মিন্টু বড়ুয়া প্রমুখ।
উক্ত সাধারণ সভায় বাৎসরিক প্রতিবেদন পেশ, কর্মপরিকল্পনা, সদস্যপদ প্রদান সহ ও বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্বান্ত গৃহীত হয়।