হযরত শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী ( ক:) স্মরণ, গাউছে জামান মাওলানা সৈয়দ আমিনুল হক হারবাংগীরি ও তাহার বিবিজান এর বার্ষিক ওরশ শরীফ নানান কর্মসূচী পালনের মধ্ব দিয়ে ২০ চৈত্র, ৩ এপ্রিল ২০২৩ সোমবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফে অনুস্টিত হবে।
এতে কর্মসূচি মাঝে আছে মিলাদ মাহফিল, ইফতার, জিকির- আজকার, ছেমা মাহফিল, মোনাজাত ও তবরুক বিতরণ ।
এতে সকল ভক্ত, আশেকান প সংশ্লিস্টদের যথাসময়ে উপস্হিত থাকার জন্য পীরজাদা মাওলানা ছৈয়দ মোহাম্মদ মিঞা শাহ ( ম: জি: আ:) আল- হারবাংগীরি,
শাহজাদা সৈয়দ রহমান মিঞা আল হারবাংগীরি ও শাহজাদা মাওলানা সৈয়দ আহমদ মিঞা আল- হারবাংগীরি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।