ইসলামের অন্যতম শ্রেস্ট সাহাবায়ে কেরাম, হযরত মোহাম্মদ মোস্তফা ( সা;) কর্তৃক বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত হযরত মওলা আলী ইবনে আবু তালিব ( আ:) এর ওফাত বার্ষিকী স্মরণ ও মাহে রমজানুল মোবারক উপলক্ষে সাময়িকী সূফিকথা ও মাওলানা মোহাম্মদ আমীর হোসেন মাইজভান্ডারীর ব্যবস্হাপনায় ইফতার মাহফিল, আলোচনা সভা ও ঈদ উপহার বিতরণ অনুস্টান লেখক ও ছড়াকার মাওলানা এস এম শামসুদ্দীন নঈমী’র সভাপতিত্বে ২১ রমজান, ১৩ এপ্রিল বৃহস্পতিবার ২০২৩ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এর ছামিদরখোয়াং গ্রামের চানপাড়ায় অনুস্টিত হয়।
এতে অতিথী হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক নূর আহমদ শাহ আল মাইজভান্ডারী , শিক্ষক আবুল কালাম, সংগঠক নুর মোহাম্মদ, ডা: ও লেখক সুপন বিশ্বাস, মাওলানা শামসুদ্দিন নঈমী প্রমুখ।
উক্ত অনুস্টানে অতিথী ও অন্যান্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন, মোহাম্মদ ইসহাক, সমাজসেবক জহির আহমদ, মাওলানা আমির হোসেন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ এরশাদ হোসাইন, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ সাবির হোসাইন , মোহাম্মদ জুবায়েদ হোসেন, নুরুল আলম ইয়াছিন প্রমুখ।