আর্ত মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন “প্রার্থনা পরিবার”‘র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ও পবিত্র রমজানুলল মোবারক উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি “ক্ষনিকের তৃপ্তি ২০২৩” আওতায় শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমগ্র রমজান মাসে রাউজান,রাঙ্গুনিয়া, হাটহাজারী, বোয়ালখালি উপজেলায় মধ্যবিত্ত- নিন্মবিত্তের শতাধিক পরিবারে ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান করে এ সংগঠন।
এ উপলক্ষে গত ২৩ রমজান ১৫ এপ্রিল রাঙ্গুনিয়াস্থ ভবানী মাদরাসাতুল মদিনা’র হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে প্রায় ২০০ জনের ইফতার ইফতার মাহফিল অনুস্টিত হয়।
এতে প্রার্থনা পরিবারের বর্তমান সভাপতি আরিফুল্লাহ সাকিব বলেন,
প্রার্থনা পরিবার বিগত বছরগুলোতে অসংখ্য সামাজিক ও মানবিক পদক্ষেপের মাধ্যমে মানুষের পাশে ছিল, ভবিষ্যত্বেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুস্টানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন হিরু, মোবারেক হোসেন,মুহাম্মদ জাহেদ,আবদুল্লাহ আল মামুন,আরিফুল্লাহ সাকিব,সাফায়েত হাশেম,মোহাম্মদ আবদুল্লাহ,মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ রকিব,হিমু, মোহাম্মদ ফয়সাল,মিরাজ,মোহাম্মদ শহীদ,নাফিম,মোহাম্মদ ইমন,তাসিন,মিজান, মোহাম্মদ ইউছুফ,
মোহাম্মদ মামুন,রাফি,তামিম,রিয়াদ সহ প্রার্থনা পরিবারের উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ।