দেশের বিদ্যমান সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই বলে, আলোচনা ইফতার ও দোয়া মাহফিলে মন্তব্য করেন জাতীয় সমাজ তান্ত্রিক দল(জেএসডি) চট্টগ্রাম।
গতকাল ১৭ ই এপ্রিল ২০২৩ সোমবার বিকাল ৪ টায় নগরীর স্টেশন রোডস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল এর হলরুমে চট্টগ্রাম মহানগর জেএসডির আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর জেএসডির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে এবং মহানগর জেএসডির যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জবিউল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধের গবেষক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা প্রফেসার ইসহাক উদ্দিন চৌধুরী, আব্দুল বাতেন বিপ্লব নাগরিক ঐক্যের প্রতিনিধি, মুন্না চৌধুরী প্রমুখ।
আলোচনা ও ইফতার মাহফিলে আরো আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল ইসলাম মাস্টার, আব্দুল মালেক গাজী, সোলায়মান খান, নুরুল আরশাদ চৌধুরী আসু, মশিউর রহমান খান, তাজুল ইসলাম, এস এম ইউসুফ, মোহাম্মদ ইয়াকুব, শফিউল আলম খোকন, এসএম কামাল উদ্দিন, শাহাবুদ্দিন, মোহাম্মদ মুবিন, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সোহেলসহ আরো অনেকে।
বক্তারা স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক ও সাবেক ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রবের ১০ দফা যেমন উপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান, নিরপেক্ষ নির্বাচন, সংবিধান সংশোধন, প্রাদেশিক সরকার গঠন, সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠন, রাষ্ট্রযন্ত্র মেরামত, অংশীদারিত্ব মূলক শ্বাসন ব্যবস্থা প্রতিষ্ঠাসহ বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকার গঠন করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।